বিশ্বভারতীর সংকট এবং আমার কর্তব্য

মনে করি বিশ্বভারতী কালের মহাসংকটের সামনে আসছে – তার নানা কারণের মধ্যে তিনটি উল্লেখযোগ্য যুক্তি হলঃ

১) ভাজপা সরকার
২) বঙ্গসংস্কৃতির ভবিষ্যত এবং তাতে রবীন্দ্রপ্রভাবের সম্পর্ক
৩) দেশবিদেশের নানা বিশ্ববিদ্যালয়ে বামপন্থী radical’দের প্রভাব ও তার ফল

তা নিয়ে আমার নিজের মতানুযাধী বিশ্বভারতীর কপালে আরও নানা দুর্যোগ আসছে মনে করি। পশ্চিম বঙ্গে ভাজপা সরকার গঠবে কিনা তার অনেকটা প্রতিফলন পড়বে ওখানে। এই বিষয়ে নতুন করে চিন্তা করে নতুন এক চিঠির কাঠামো তৈরি করেছি সরকারকে জানানোর। নির্বাচনের ফল কি হয় তার অপেক্ষায় আছি – এবং সেই নির্বাচনের পরিণাম দেখে চিঠিটা দরকার মত সংশোধন করে পাঠাবো – শেয়ার করব। বিশ্ববিদ্যালয়কে রক্ষা করতে গেলে একে পুরোপুরি বন্ধ করা উচিত কিছু বছরের জন্য – এই মতামতে পরিবর্তন আসেনি। বন্ধ করা ছাড়াও, নতুন সংবিধান লেখা ইত্যাদি নানা সংযুক্ত সমস্যার ওপর মনোযোগ দেওয়া হবে।

আমার নাগরিকের কর্তব্য আমি পালন করব – অন্যরা তাঁদের কর্তব্য পালন করবেন যদি চান।

এ নিয়ে কেউ যদি গুরুত্ব সহকারে আমার সঙ্গে কথা বলতে চান – tonu@mac.com’এ লিখুন। সাধারণের মন্তব্য সব সময় দেখার সময় পাই না।

ক্রমশঃ